ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ আটক ১

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ আটক ১

চুয়াডাঙ্গা শহরে অভিযান চালিয়ে সুরুজ আলী (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। এ সময় তার নিকট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের ঈদগাহপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে ডিবি পুলিশ। আটক সুরুজ আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়া মৃত রুহুল আমিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর শহরের ঈদগাহপাড়াস্থ হাতিম ফার্নিচার দোকানের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি চৌকস দল। এ সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সুরুজ আলীকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চুয়াডাঙ্গা,ইয়াবা,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত