ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে বিষ প্রয়োগে বিধবা নারীকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরে বিষ প্রয়োগে বিধবা নারীকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরে শ্বশুরবাড়িতে বিধবা নারী কৃষ্ণা রানীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, কৃষ্ণা রানীর স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর তার স্বামীর অংশের ৪০ শতক জমি রেজিস্ট্রির বিষয় নিয়ে পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরই জের ধরে গত ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধৃত আসামিসহ অন্যান্য আসামিরা সুকৌশলে ভুক্তভোগীর শরীরে বিষজাতীয় দ্রব্য ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করে তাকে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় র‌্যাব-১৩ ছায়াতদন্ত শুরু করে ও আসামি গ্রেপ্তারে তৎপরতা চালায়।

এরই ধারাবাহিকতায় গত ২১ অক্টোবর রাত ১০টায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম গ্রামে ধীরেন্দ্রনাথ নামে একজনের বাড়িতে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি কমল চন্দ্র অধিকারী (২৮)-কে গ্রেপ্তার করে র‌্যাব-১৩।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রংপুর,বিষ,হত্যা,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত