ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দর্শনায় শিক্ষিকার বাড়িতে চুরির ঘটনায় মূলহোতাসহ গ্রেপ্তার ৪

দর্শনায় শিক্ষিকার বাড়িতে চুরির ঘটনায় মূলহোতাসহ গ্রেপ্তার ৪

চুয়াডাঙ্গার দর্শনায় দিনদুপুরে সংঘটিত চুরির ঘটনায় মূলহোতা ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করেছে দর্শনা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে স্বর্ণের আংটি উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, দর্শনা আমতলা পাড়ার কেরুজ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা মনজু রানী ঘোষের বাড়িতে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় গত মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার (২২ অক্টোবর) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে দর্শনা থানা পুলিশ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বৃত্তিপাড়া গ্রাম থেকে চিহ্নিত চোর ইসলাম (৪৩), স্বর্ণ ব্যবসায়ী তপন বিশ্বাস (৩৭) ও অর্ণব কুমার কর্মকারকে (২৭) গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দর্শনা আমতলা পাড়ার চায়না বেগমকেও (৩০) গ্রেপ্তার করা হয়। পুলিশ তাদের কাছ থেকে দুটি স্বর্ণের আংটি উদ্ধার করেছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর জানান, চুরির ঘটনার দিন থেকেই আমরা তদন্তে ছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ভেড়ামারায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি অনুযায়ী আরও একজনকে ধরা হয়।

তিনি আরও জানান, তারা স্বীকার করেছে যে দুটি আংটি ৪২ হাজার টাকায় বিক্রি করেছে। উদ্ধারকৃত স্বর্ণ জব্দ করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ডের আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ঘরের গ্রিল কেটে প্রায় ২১ ভরি স্বর্ণ ও নগদ দুই লক্ষ টাকা লুট করে নেওয়ার ঘটনা ঘটে।

দর্শনা,চুরি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত