
মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি অহিদকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় অভিযান চালিয়ে আরিফ মীর হত্যা মামলার ৫২নং এজাহারনামীয় আসামি অহিদুজ্জামানকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি সদর উপজেলার বড় মোল্লাকান্দি গ্রামে।
র্যাব ১১-এর কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ভোর ৬টার দিকে চরডুমুরিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আরিফ মীর (৩৮) নিহত হন। সেদিন গুলিবিদ্ধ হন একাধিক ব্যক্তি। পরদিন (১১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রায়হান খান (২২)।