
হবিগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ও ২টি মোটরসাইকেলসহ মো. জুয়েল মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। জব্দকৃত সিরাপ ও মোটরসাইকেলের সিজার মূল্য ৩ লাখ ৯৩ হাজার ৪০০ টাকা।
শনিবার দিবাগত মধ্যরাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
আটককৃত জুয়েল জেলার মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল রাতে সীমান্তের শূন্য লাইন হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উরিষ্যা লাইন নামক এলাকায় নিয়মিত টহল পরিচালনার করে। এ সময় সন্দেহজনকভাবে দুটি মোটরসাইকেল দেখে সিগন্যাল দিলে দুইজন লোক মোটরসাইকেল দুইটি ফেলে চা বাগান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক বিজিবির টহল দলটি ধাওয়া করে ঘটনাস্থল থেকে হাতেনাতে মো. জুয়েল মিয়া নামে একজনকে আটক করে। তার সঙ্গে তাদের ফেলে যাওয়া মোটরসাইকেল দুটি তল্লাশি করে অভিনব কায়দায় বডির ভেতরে ও আসনের নিচে লুকানো অবস্থায় ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মাদক ও দুটি মোটরসাইকেলসহ আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।