ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে দুষ্কৃতকারীদের গুলিতে আহত যুবক

মুন্সীগঞ্জে দুষ্কৃতকারীদের গুলিতে আহত যুবক

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের অজ্ঞাত দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ড্রেজার পাহারারত যুবক রাজু বেপারি (২৫)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে মালির পাথর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি অফিসের পেছনে ধলেশ্বরী নদীতে ড্রেজারে পাহারার কাজে নিয়োজিত ছিলেন রাজু।

এসময় ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি ছোট ইঞ্জিনচালিত নৌকায় এসে ড্রেজারের ব্যাটারি দাবি করেন। রাজু দিতে অস্বীকার করলে তারা বন্দুক/শর্টগান দিয়ে গুলি চালায়। গুলির স্প্লিন্টার তার মুখ, ডান হাত ও পিঠের ডান পাশে লাগে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পর থেকে দুষ্কৃতকারীরা পলাতক রয়েছে। এ ব্যাপারে নৌ পুলিশ কাজ শুরু করেছে।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, আমরা ঘটনাটি নিয়ে তদন্ত করছি।

মুন্সীগঞ্জ,দুষ্কৃতকারী,গুলি,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত