ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের সহযোগী দাঁতভাঙা কবির গ্রেপ্তার

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের সহযোগী দাঁতভাঙা কবির গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যাচেষ্টাকারী ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে দাঁতভাঙা কবির (৩০)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তাারকৃত কবিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃত কবির পটুয়াখালীর বড় বিঘা’র টিটকাটা এলাকার মৃত মোজাফফরের ছেলে। বর্তমানে সে ঢাকার কেরানীগঞ্জের আশ্বিনানগর এলাকায় বসবাস করছিল। তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে।

র‍্যাব জানায়, সোমবার ভোর ৫টায় ফতুল্লার পাগলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির স্বীকার করেছেন, ওসমান হাদির হত্যাচেষ্টার মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী ছিলেন তিনি। কবির আদাবর থানার স্বেচ্ছাসেবক লীগের ১০০ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কবির গত ৪ ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে ফয়সাল করিম মাসুদের সঙ্গে বেশ কয়েকবার প্রবেশ করেছেন। ঘটনার পরেই তারা গ্রেপ্তার এড়ানোর জন্য গা ঢাকা দেয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় বক্স-কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি। গুলিবিদ্ধ ওসমান হদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মূল সন্দেহভাজন—ফয়সাল করিম মাসুদ (শুটার) ও আলমগীর হোসেন (বাইক চালক)কে শনাক্ত করা হয়।

ওসমান হাদি,হত্যাচেষ্টা,ফয়সাল করিম,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত