অনলাইন সংস্করণ
১২:২৪, ০৬ জানুয়ারি, ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. রাকিব। ভোট প্রদান শেষে তিনি জানান, এখন পর্যন্ত ভোটগ্রহণে কোনো বড় ধরনের অনিয়মের খবর পাননি এবং ফলাফল নিয়ে তিনি আশাবাদী।
ছাত্রদল, ছাত্র অধিকার ও সাধারণ শিক্ষার্থীদের সমর্থিত সমন্বিত প্যানেলের ভিপি প্রার্থী মো. রাকিব মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্ট কেন্দ্র থেকে নিজের ভোট দেন।
ভোট শেষে তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আজ জকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি তাদের অনুপ্রাণিত করেছে। সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ফলাফলের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকার কথাও জানান তিনি।
নির্বাচনের ফল যাই হোক, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে রাকিব বলেন, যেই নির্বাচিত হোক না কেন, তিনি তার সঙ্গে কাজ করবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবসময় নিজেকে প্রস্তুত রাখবেন বলেও জানান তিনি।
এর আগে তার প্যানেল ভোট গণনা পদ্ধতি নিয়ে ম্যানুয়ালি গণনার দাবি তুললেও নির্বাচন কমিশন মেশিন রিডেবল সিস্টেমে (ওএমআর) ফলাফল গণনা ও প্রকাশের সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে জানতে চাইলে রাকিব বলেন, আপাতত তাদের কোনো আপত্তি নেই। কোনো পোলিং এজেন্ট ব্যালট বা ভোটগ্রহণে সমস্যা দেখলে তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্তদের জানানো হবে।
দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ১৬ হাজারেরও বেশি শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানিয়েছেন, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিকেল ৩টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে এবং ওই সময়ের মধ্যে যারা ভোটকেন্দ্রে প্রবেশ করবেন, তারা সবাই ভোট দিতে পারবেন।