ঢাকা বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করলেন কেয়া পায়েল

আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করলেন কেয়া পায়েল

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল সদ্যই স্নাতক সম্পন্ন করেছেন। সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। চার বছরের অভিনয় ক্যারিয়ারে দর্শকপ্রিয়তা পাওয়ার পাশাপাশি পড়াশোনায়ও সাফল্য দেখিয়েছেন পায়েল।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিয়ে তিনি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "অনেক ভালো লাগছে, ভীষণ আনন্দিত। পরিবার, বন্ধু-বান্ধব এবং শিক্ষকরা সবাই আনন্দিত। তবে রেজাল্টের বিষয়টি বলতে চাই না।"

পড়াশোনা ও অভিনয় একসঙ্গে চালানোর প্রসঙ্গে পায়েল জানান, "অভিনয় ক্যারিয়ার আর পড়াশোনা দুটোকে আমি সবসময় আলাদা রেখেছি। কাজের জন্য পড়াশোনায় কোনো বিরতি দেইনি। পড়াশোনায় কখনও ক্ষতি হোক, সেটা কখনোই চাইনি। কষ্ট হলেও দুটি ব্যালেন্স করে চালিয়ে গেছি।"

তিনি আরও বলেন, "এলএলবি-তে ক্রেডিট বেশি থাকায় চাপ মএন হতো, তখন কাজ একটু কমিয়ে দিতাম। ১৫৬ ক্রেডিটের মধ্যে মাত্র এক বা দুইটি রিটেক দিতে হয়েছে। একদম সুন্দরভাবে শেষ করেছি।"

কেয়া পায়েলের এই সাফল্য তার জীবনে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে।

কেয়া পায়েল,স্নাতক,আইন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত