ঢাকা সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বলিউডকে সরাসরি ‘চোর’ বললেন নওয়াজউদ্দিন

বলিউডকে সরাসরি ‘চোর’ বললেন নওয়াজউদ্দিন

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক প্রশংসিত কাজ। তবুও মনের মতো চরিত্রের খোঁজে বহুবার হতাশ হয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। এবার সেই ক্ষোভ যেন উপচে পড়ল, যখন বলিউডকে সরাসরি "চোর" বলে আক্রমণ করলেন এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা।

বর্তমানে ওয়েব সিনেমা ‘কোস্টাও’-এর প্রচারে ব্যস্ত নওয়াজ। এই ছবির প্রচারে গিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন,“আমাদের ইন্ডাস্ট্রি শুরু থেকেই চোর। গান চুরি করেছি, গল্প চুরি করেছি। এমনকি হিট ছবির দৃশ্য পর্যন্ত কপি করছি। বলিউডে সৃজনশীলতা নেই, চুরি করাকে এখন স্বাভাবিক বলে মনে করা হচ্ছে।”

তিনি আরও বলেন,“একটা ইন্ডাস্ট্রি যখন সব কিছু চুরি করে, তখন সেখান থেকে আপনি আর কী আশা করতে পারেন? সেই কারণেই অনুরাগ কাশ্যপের মতো প্রতিভাবান নির্মাতারা ভালো কাজ থেকে পিছিয়ে আসছেন।”

‘গ্যাংস অব ওয়াসেপুর’ খ্যাত এই অভিনেতা বরাবরই ইন্ডাস্ট্রির গঠনমূলক সমালোচনা করে থাকেন। তবে এবার যেন স্পষ্টতই ক্ষোভ ঝরে পড়ল তার কণ্ঠে। প্রশ্ন তুললেন নতুন অভিনেতাদের ভবিষ্যত নিয়েও—“যারা নতুন আসছেন, তারাও সেই একই ধরনের কাজ করবেন। মূলধারার ভিড়ে হারিয়ে যাবে সত্যিকারের প্রতিভা।”

এদিকে নওয়াজ অভিনীত ‘কোস্টাও’ ওয়েব সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে জ়ি ফাইভে এবং ইতোমধ্যে দর্শকমহলে আলোড়ন তুলেছে। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে তিনি অভিনয় করেছেন কোস্টাও ফার্নান্ডেজ চরিত্রে।পরিচালক সেজল শাহ নির্মিত এই সিনেমায় আরও রয়েছেন প্রিয়া বাপট, হুসেইন দলাল ও মাহিকা শর্মা।

নওয়াজউদ্দিন বরাবরই বলিউডে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের জাত চিনিয়েছেন। কিন্তু ইন্ডাস্ট্রির অনিয়ম, অস্থিরতা ও কনটেন্ট চুরির অভিযোগে এবার তিনি যেমন সরব হলেন, তেমনি একটা প্রশ্নও রেখে গেলেন— এই বলিউড সত্যিই কি আর সৃজনশীলতার জায়গা?

বলিউড,নওয়াজউদ্দিন,আক্রমণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত