ঢাকা সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ধ্বংস হতে পারে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি!

ধ্বংস হতে পারে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি!

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর কড়া শুল্ক নীতির ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার তার নজরে বিনোদন জগৎ। আমেরিকার বাইরে প্রযোজিত সব ধরনের সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। আর এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারে ভারতের চলচ্চিত্র শিল্প— এমনই শঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী।সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন,“ট্রাম্পের ১০০ শতাংশ বিনোদন শুল্কে ভারতীয় সিনেমা জগৎ শঙ্কিত। এটি আদতে ধ্বংসাত্মক। যদি এই শুল্ক চালু থাকে, তবে ভারতীয় সিনেমার ভবিষ্যৎ অন্ধকার। তখন কেউই রক্ষা পাবে না।”

এখানেই থামেননি তিনি। ভারতীয় চলচ্চিত্র জগতের প্রতি একজোট হয়ে এই হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন,“ভারতীয় সিনেমা জগতের জেগে ওঠার সময় এসেছে। পাপ্পারাজ্জি আর আত্মসন্তুষ্টির আবরণ ঝেড়ে ফেলে এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার।”

ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাওয়া যেকোনো বিদেশি চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যদিও এ সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে, তা এখনও জানানো হয়নি।

বিশ্লেষকরা মনে করছেন, এই শুল্ক ভারতীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক বাজারে প্রবেশে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে বলিউডের বহু সিনেমা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে মুক্তি পায় এবং সেখান থেকে উল্লেখযোগ্য আয় করে। তবে ট্রাম্পের এই নতুন শুল্কনীতি কার্যকর হলে সে পথে বড়সড় বাধা সৃষ্টি হবে।

ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপে কেবল বলিউডই নয়, অন্যান্য দেশের সিনেমাও ক্ষতির মুখে পড়বে। তবে ভারতীয় পরিচালক অগ্নিহোত্রী মনে করেন, সর্বাধিক প্রভাব পড়বে ভারতের উপরেই, কারণ বলিউডের বৈশ্বিক বাজারে নির্ভরতা অনেক বেশি।

বিশ্ববাজারে বলিউডের অবস্থান রক্ষায় এখন জরুরি হয়ে উঠেছে সাংস্কৃতিক কূটনীতি ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল পক্ষের ঐক্যবদ্ধ উদ্যোগ— এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

ভারত,সিনেমা,ইন্ডাস্ট্রি,ধ্বংস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত