দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, ফ্যাশন ইনফ্লুয়েনসার ও মডেল শাম্মি ইসলাম নীলা। একসময় একজন জনপ্রিয় টিকটকার হিসেবে যাত্রা শুরু করা নীলা ধীরে ধীরে নিজের অবস্থান পোক্ত করেন ফ্যাশন দুনিয়ায়। নানা রকম পোশাক নিয়ে কাজ করে হয়ে ওঠেন ফ্যাশন ইনফ্লুয়েন্সার। এরপর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’-এ চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসেন তিনি।
চলতি বছরের জানুয়ারির শুরুতেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন নীলা—বিয়ে করেন ভালোবাসার মানুষকে, যদিও স্বামীর পরিচয় গোপন রেখেছেন তিনি। সম্প্রতি ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ উপলক্ষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দাম্পত্য জীবন, স্বামী ও শ্বশুরবাড়ি নিয়ে কথা বলেন এই মডেল।
নীলা বলেন, “আমার শ্বশুরবাড়ির লোকেরা অসাধারণ। আমার শাশুড়ি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করেন, সাপোর্ট করেন। মিডিয়ার মানুষ হওয়া সত্ত্বেও তারা আমার পেশাকে সম্মান করেন। এমন একটা পরিবারই আমি চেয়েছিলাম।”
শাশুড়ির সঙ্গে সম্পর্কটাও খুবই ঘনিষ্ঠ বলে জানান নীলা। তার ভাষায়, “আমার শাশুড়ির সঙ্গে সম্পর্কটা বউ-শাশুড়ির না, মা-মেয়ের। তিনি আমার লাইফ পার্টনারের মা—তাই তার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা দুটোই অনেক বেশি।”
দাম্পত্য জীবন নিয়ে সন্তুষ্ট নীলা আরও বলেন, “বিয়ে যদি শান্তির হয়, তাহলে সবারই বিয়ে করা উচিত। একজন সাপোর্টিভ পার্টনার থাকলে জীবনের অনেক কিছু সহজ হয়ে যায়। আমার স্বামী সেইরকমই একজন মানুষ।”
উল্লেখ্য, আজ ৫ মে থেকে শুরু হয়েছে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল), যেখানে অংশ নিয়েছেন শাম্মি ইসলাম নীলাও। এই টুর্নামেন্ট চলাকালেই গণমাধ্যমে এসব অভিজ্ঞতার কথা ভাগ করে নেন তিনি।