ঢাকা রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

‘তাণ্ডব’ সিনেমার পাইরেসি: গ্রেপ্তার ৩ জন

‘তাণ্ডব’ সিনেমার পাইরেসি: গ্রেপ্তার ৩ জন

শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমা মুক্তির পর থেকে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। এখনও দেশের শতাধিক প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। দর্শক চাহিদার কারণে মাল্টিপ্লেক্সগুলো অন্যান্য ছবির চেয়ে এই সিনেমার শো সংখ্যা বাড়িয়ে রেখেছে।

তবে দর্শকের এমন আগ্রহের মাঝেই ঘটে এক হতাশাজনক ঘটনা—সিনেমাটির সম্পূর্ণ এইচডি কপি ছড়িয়ে পড়ে ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। শুরু হয় পাইরেসি নিয়ে জোর আলোচনা। বিষয়টি নজরে আসার পরই কপিরাইট আইনে বনানী থানায় মামলা করেন ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল।

এই মামলার প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে পাইরেসিতে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন—নোয়াখালীর টিপু সুলতান (৩৫), ময়মনসিংহের সাদি সাদ, এবং সিরাজগঞ্জের সাজেদুল ইসলাম।

বুধবার (১৮ জুন) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন প্রথম আলোকে। এর আগে মঙ্গলবার রাতে প্রথম গ্রেপ্তার হন টিপু সুলতান। পরে গোপন তথ্যের ভিত্তিতে সাদি ও সাজেদুলকেও আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, টিপু সুলতান পাইরেসির মূল হোতা। সে অবৈধভাবে সিনেমাটির এইচডি কপি সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম জানান, টিপু তার জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে ঢাকায় পাঠানো হচ্ছে, বনানী থানায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, আটককৃত তিনজনের সঙ্গে দেশের কিছু সিনেমা হলের সরাসরি যোগসাজশ থাকতে পারে। কীভাবে সিনেমাটির আসল প্রিন্ট বাইরে গেল—সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

পাইরেসির ঘটনায় দেশীয় চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। এর মাধ্যমে শুধু নির্মাতাই নয়, ক্ষতির মুখে পড়ছে গোটা চলচ্চিত্রশিল্প।

‘তাণ্ডব’,সিনেমা,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত