ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

‘আমাদের আগেই ডিভোর্স হয়ে যাওয়ার কথা ছিল’ : কাজল

‘আমাদের আগেই ডিভোর্স হয়ে যাওয়ার কথা ছিল’ : কাজল

দাম্পত্য জীবনের ২৫ বছর পার করলেন বলিউডের জনপ্রিয় দম্পতি কাজল ও অজয় দেবগন। দুই সন্তান নিয়ে তাদের সংসার এখনো স্থায়ী ও সুখের। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল অকপটে স্বীকার করেছেন, “দেখতে গেলে আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল।”

১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি, ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় অজয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কাজল। এমন আকস্মিক সিদ্ধান্তে তার বাবা শমু মুখোপাধ্যায় ছিলেন খুবই বিরক্ত। কন্যার সঙ্গে চার দিন কথা বলেননি তিনি। শেষ পর্যন্ত পরিবারের উপস্থিতিতে এক ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় তাদের বিয়ে।

দাম্পত্য জীবনে এই যুগলকে কখনো খুব গদগদ রোমান্সে দেখা যায়নি। অজয় বরাবরই ব্যক্তিগত বিষয় নিয়ে চুপচাপ থাকেন, অন্যদিকে কাজল সবসময়ই স্পষ্টভাষী।

সেই সাক্ষাৎকারে কাজল বলেন, “আমরা একে অপরের থেকে অনেকটাই আলাদা। তাই বাস্তবতা অনুযায়ী, অনেক আগেই বিচ্ছেদ হয়ে যেতে পারত।”

তবে একসঙ্গে থাকার রহস্য জানতে চাইলে কাজল মজা করেই বলেন— “দাম্পত্য জীবনে সুখী থাকতে চাইলে আপনার স্মৃতিশক্তি দুর্বল হওয়া দরকার। ভুলে যাওয়ার অভ্যাস থাকতে হবে। এমনকি কিছু সময় কানে কম শুনতে হওয়াও জরুরি।”

তিনি আরও বলেন, “সুখী দাম্পত্য মানে সবকিছু আঁকড়ে না ধরা। কিছু ভুলে যাওয়া, কিছু ছেড়ে দেওয়াই সম্পর্ক টিকিয়ে রাখার মূলমন্ত্র।”

এই দম্পতির সম্পর্ক অনেক সময়েই বলিউডের আলোচনায় এসেছে। কখনো রসায়নের অভাব, কখনো দূরত্ব—তবু তারা একে অপরকে আঁকড়ে ধরেই থেকেছেন। এ কারণেই ২৫ বছর পার করেও বলিউডের অন্যতম সফল দম্পতি হিসেবেই বিবেচিত হন কাজল-অজয়।

কাজল,ডিভোর্স,বলিউড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত