ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নতুন পরিচয়ে তাসনিয়া ফারিণ

নতুন পরিচয়ে তাসনিয়া ফারিণ

শোবিজের প্রায় সব শাখায় বিচরণ করা মডেল-অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার জানালেন নতুন পরিকল্পনার কথা। বললেন, অভিনয়ের পাশাপাশি নিজের চিন্তাধারা ও সৃজনশীল ভাবনা পর্দায় ফুটিয়ে তুলতে তৈরি হচ্ছেন প্রযোজক হিসেবে। বিষয়টি ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ফারিণ লিখেছিলেন, ‘আমি যদি প্রোডাকশন হাউস খুলি, তাহলে এর নাম কী দেওয়া উচিত?’ তার এই প্রশ্নে ভক্তরা নানা নাম প্রস্তাব করেন। কিছু প্রস্তাবে সাড়া দিয়েও মন্তব্য করেন ফারিণ, ‘অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা, ধন্যবাদ।’ এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপেও মুখ খুলেছেন তিনি।

ফারিণ বলেন, ‘অনেক দিন ধরেই ভাবছি নিজের মতো কিছু করার। তাই একটি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনা করছি, যেখানে নিজের চিন্তাভাবনাগুলো বাস্তবে রূপ দিতে পারব।’ তিনি আরও জানান, বছরের শেষ দিকেই তার নতুন প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রথম কাজ হিসেবে প্রকাশ পাবে তার গাওয়া একটি নতুন গানের মিউজিক ভিডিও, যার সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। আগেও একসঙ্গে কাজ করেছেন এই দুই শিল্পী। তাসনিয়া ফারিণ জানিয়েছেন, আপাতত সংগীত ভিডিও দিয়েই প্রযোজনার কাজ শুরু করতে চান তিনি। তবে ভবিষ্যতে নিয়মিতভাবে নিজের ব্যানারে নানা কাজ করারও পরিকল্পনা রয়েছে।

তাসনিয়া ফারিণ,অভিনেত্রী,মডেল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত