ঢাকা ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

আবার আলোচনায় ইসরায়েলি নিরাপত্তা ব্যর্থতা

নিহত দুই সেনা, আহত আট
আবার আলোচনায় ইসরায়েলি নিরাপত্তা ব্যর্থতা

ফিলিস্তিনের ইসরায়েল-অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সেনাচৌকিতে ফিলিস্তিনি বন্দুকধারীর হামলায় দুই সেনা নিহত হওয়ার পর সেনাবাহিনীর নিরাপত্তা ব্যর্থতা নিয়ে আবার আলোচনায় সরগরম ইসরায়েলি মিডিয়া।

খবরে বলা হয়, পশ্চিমতীরের তুবাসে মঙ্গলবার এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত হন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আট সেনা। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তায়াসিরের একটি তল্লাশি চৌকির কাছে এক বন্দুকধারী অতর্কিত গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এরপর বন্দুকধারীকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। পশ্চিমতীরের জেনিন, তুলকারম-সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি আগ্রাসন ঘিরে তীব্র উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটল।

ইসরায়েলি সংবাদমাধ্যমের ভাষ্য, বন্দুকধারী সেনাচৌকিতে গিয়ে গার্ড টাওয়ারের ভেতরে অবস্থান নিয়ে ইসরায়েলি সেনাদের ওপর গুলি করতে থাকেন। কেন সেনারা হামলাকারীকে চিহ্নিত করতে পারলেন না এবং কীভাবে একেবারে কাছাকাছি অবস্থান থেকে তিনি সেনাদের হত্যা করলেন, তাতে গভীর উদ্বেগ উঠে আসে মিডিয়ার খবরে।

ইসরায়েলি চ্যানেল টোয়েন্টিফোর এই অভিযানকে গভীর উদ্বেগজনক বর্ণনা করে বলেছে, প্রাথমিক তদন্তে একটি প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়েছে যে, কীভাবে এম-সিক্সটিন এবং অতিরিক্ত ম্যাগাজিন বহন করে হামলাকারী ঘটনাস্থলের এত কাছাকাছি পৌঁছাতে পারলেন। সেনাবাহিনীর ধারণার বাইরের এই ঘটনা ইসরায়েলি কর্মকর্তাদের বিস্মিত করেছে বলে জানায় সংবাদমাধ্যমটি।

চ্যানেলের সামরিক প্রতিনিধি ডোরোন কাদোশ উল্লেখ করেন, ওই ফিলিস্তিনি যোদ্ধা প্রতিবন্ধকতা ছাড়াই সেনাচৌকিতে ঢুকে পড়েন, এরপর ওপরের তলায় ওঠেন এবং গুলি চালানোর আগে গার্ড টাওয়ারে পৌঁছান। ডোরোন বলেন, এই ঘটনা ইসরায়েলি বাহিনীর নিরাপত্তা ব্যর্থতা নিয়ে আবার বড় প্রশ্ন তৈরি করেছে।

ইসরায়েলি,আহত,ফিলিস্তিন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত