ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। এরই মাঝে আরও তিনটি দেশে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এসব হামলায় কমপক্ষে ৫৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার ফিলিস্তিনের গাজা ছাড়াও ইয়েমেন, সিরিয়া ও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল।
এসব হামলায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
চারদেশে হামলার মধ্যে ইয়েমেনে ৩০টি যুদ্ধবিমান নিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে তেল আবিব।
সোমবার (৫ মে) এক এক্স পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি বাহিনী বলেছে, ইসরায়েলে হামলা চালানোর পাল্টা পদক্ষেপ হিসেবে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালানো হয়েছে।
হামলায় ইয়েমেনের হোদেইদা বন্দর এলাকায় ‘সন্ত্রাসী অবকাঠামো’ এবং হোদেইদার পূর্বে একটি কংক্রিট কারখানা-কে লক্ষ্যবস্তু করা হয়েছে।