ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে কমপক্ষে তিনটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন সরকারি কর্মকর্তা।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে এ তথ্য জানান তিনি।
এর আগে, ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। এর মধ্যে তিনটি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমানও রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নয়টি স্থানে যথাযথভাবে হামলা চালিয়েছে ভারত।
এদিকে ভারতের হামলার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলী খান জানিয়েছেন, ফিদান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
অপরদিকে পাকিস্তানের সাধরিণ মানুষের ওপর রাতের আঁধারে চালানো ভারতের এ হামলাকে ‘লজ্জাজনক’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি।