ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

অবিরাম সাইরেন বাজছে ইসরায়েলে, ব্যাপক বিস্ফোরণ

অবিরাম সাইরেন বাজছে ইসরায়েলে, ব্যাপক বিস্ফোরণ

ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। ইরান থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপছে ইসরায়েল। সোমবার (২৩ জুন) সকাল থেকে সেন্ট্রাল ও দক্ষিণ ইসরায়েলের বহু এলাকায় বিমান হামলার সতর্কতা হিসেবে টানা সাইরেন বাজছে। ইরানের ছোড়া শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে বেশ কয়েকটি আসদোদ, লাচিস ও পশ্চিম জেরুজালেমের আশপাশে আঘাত হেনেছে। এ সময় সংসদ ভবন (নেসেট) থেকে সদস্যদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

আল জাজিরার তথ্য অনুযায়ী, ইরান এখন পর্যন্ত অন্তত ৪৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে চারটি ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় সরাসরি আঘাত হানে। সাধারণ মানুষ জানিয়েছেন, টানা ৩৫ মিনিট ধরে সাইরেনের শব্দ ও একের পর এক বিস্ফোরণে এলাকা প্রকম্পিত হয়েছে। সেনাবাহিনীর নিষেধাজ্ঞার কারণে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ পায়নি। সাংবাদিকদের রিপোর্টিংও নিষিদ্ধ করা হয়েছে, ফলে প্রতিবেশী জর্ডান থেকে অনেক সংবাদকর্মী তথ্য সংগ্রহ করছেন।

এদিকে, ১৩ জুন ইসরায়েল ইরানে একটি বড় হামলা চালায়, যেখানে দেশটির পরমাণু স্থাপনা, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকাগুলোতে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়। এতে মারা যায় ৪০০’র বেশি মানুষ, যার মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরাও রয়েছেন। এই হামলার জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’ চালু করে এবং ২৩ জুন পর্যন্ত ২১ দফা হামলা চালায়।

এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সেন্ট্রাল ইসরায়েলে। হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরেও একাধিকবার হামলা হয়েছে। এমনকি ইরান একটি হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম হয়, যেখানে সাইরেনও বাজেনি। পরে ইসরায়েল নিশ্চিত করে যে এটি ছিল একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

এই টানা পাল্টা আঘাত হানার পরিস্থিতিতে যুদ্ধের বিস্তার এবং সংঘাতের ভয়াবহতা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। যুদ্ধ পরিস্থিতি উত্তপ্ত ও অনিশ্চিত, যেখানে প্রতিদিনের হামলা-প্রতিরোধ বাড়িয়ে তুলছে আঞ্চলিক অস্থিতিশীলতা।

সাইরেন,ইসরায়েলে,ব্যাপক বিস্ফোরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত