ঢাকা শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

জানা গেলো ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

জানা গেলো ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ। এ বছরের রমজান মাসটি ২৯ নাকি ৩০ দিনের হবে সে তথ্যও প্রকাশ করেছে তারা।

সংস্থাটি জানিয়েছে, এবার আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। আর ৩১ মার্চ পালিত হবে খুশির ঈদ।

সাধারণ মানুষের উদ্দেশ্যে দুবাই জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলেছে, যদি আপনারা চাঁদ দেখতে পান, তাহলে পর্যবেক্ষণের বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানান। সংযুক্ত আরব আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এতে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে।

যদি আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোত ৩১ মার্চ ঈদুল ফিতর হয় তাহলে এবার ওই অঞ্চলের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর ১ মার্চ থেকে সেখানে শুরু হয় রমজান।

আমাদের দেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পরেই ঈদ হয়। সে হিসেবে সবকিছু ঠিকঠাক থাকলে ধারণা করা যায়, আমাদের দেশে ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। তবে, সবকিছুই নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

আবা/এসআর/২৫

ঈদুল ফিতর,সম্ভাব্য তারিখ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত