ঢাকা ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

আখেরি মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লির ঢল

আখেরি মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লির ঢল

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে আজ। সকাল ৯ টায় শুরু হতে যাওয়া মোনাজাত-পর্বে অংশ নিতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে টঙ্গীর দিকে যাত্রা করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে শুরু হতে যাওয়া মোনাজাত ঘিরে লাখো মানুষ হাজির হয়েছেন ইজতেমা ময়দানে। তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা যুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

সরেজমিনে দেখা যায়, আখেরি মোনাজাতে শরিক হতে শীত উপেক্ষা করে দুই দিন ধরেই লাখো মুসল্লি বিশ্ব ইজতেমার ময়দানে এক ছাতার নিচে জড়ো হয়েছেন। বিপুল এই মুসল্লির মাঝে রয়েছে বহু কিশোর ও মাদরাসা শিক্ষার্থীও। যারা আগে যেতে পারেননি তারা ভোর থেকে ছুটছেন তুরাগ তীরে। যানবাহন না পেয়ে হেটে বা বিকল্প উপায়ে নানা বয়সী মানুষ যাচ্ছেন তুরাগ তীরে।

সকাল সাড়ে ছয়টার দিকে যাত্রাবাড়ি, সায়েদাবাদ থেকে আব্দুল্লাহপুর-টঙ্গীগামী প্রতিটি বাসে ছিল ব্যাপক ভিড়। এছাড়া বসুন্ধরা এলাকা ও কুড়িল বিশ্বরোড এলাকায় অনেক মুসল্লিকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

ইজতেমার আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করেছে ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা।

আবা/এসআর/২৫

আখেরি মোনাজাত,মুসল্লি,ঢল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত