ঘন কুয়াশায় ঢেকে গেছে রাজধানী ঢাকা। রোববার ভোর থেকেই তীব্র কুয়াশায় ছেয়ে গেছে পুরো শহর। সকাল ৮টা পর্যন্তও দেখা মেলেনি সূর্যের। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় দেখা যাচ্ছে না অল্প দূরের জিনিসও।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর, জোয়ার সাহারা, বারিধারা, আফতাবনগর এলাকা কুয়াশায় মোড়ানো দেখা যায়।
এদিকে, কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় সকালে পথ চলতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে। এই ঘন কুয়াশা কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আগামী ২ দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী সোমবার বা মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে পারে।
আবা/এসআর/২৫