ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

মেলা দেখে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত

মেলা দেখে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত

নওগাঁ বাণিজ্য মেলা দেখে বাড়ি ফেরার পথে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়ার কোনকাই গ্রামের আব্দুর রহমানের ছেলে হোসাইন (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়ার ছেলে নেওয়াজ (২০) ও মঞ্জুয়ারার ছেলে মিথুন (১৯)।

নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্য ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সান্তাহার পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেছে।

নিহত হোসাইনের ভাই আল হাসান জানান, আমার ভাইসহ নয়জন বন্ধু মিলে তিন মোটরসাইকেলে করে নওগাঁ বাণিজ্য মেলায় এসেছিলাম। মেলা দেখে দুপচাঁচিয়া বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলাম আমরা নয় বন্ধু। এসময় ঘটনাস্থল পৌঁছালে ঢাকাগামী একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেলে থাকা আমার যমজ ভাইসহ তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে সান্তাহার রেলগেট থেকে ফিরে এসে দেখি আমার ভাইসহ তিনজন মৃত অবস্থায় সড়কে পড়ে রয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিমুল হক জানান, ওই মোটরসাইকেলটি ঢাকাগামী একটি কোচকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আবা/এস/আর/২৫

মেলা,মোটরসাইকেল দুর্ঘটনা,প্রাণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত