প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, লিফলেটের মধ্যে ফ্যাসিবাদীরা এমন কিছু আপত্তিকর বক্তব্য দিচ্ছে, যা খুবই বিপজ্জনক। ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর হয়ে যারা এই লিফলেট বিতরণ করছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন একাডেমি সার্ভিসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, পতিত স্বৈরাচারের দোসর ও সাঙ্গপাঙ্গরা অনেক কিছু করতে চাইছে। তারা লিফলেট বিতরণ করতে চাইছে। যারা লিফলেট বিতরণ করবে তাদের জন্য কড়া বার্তা হলো-তাদের গ্রেপ্তার করা হবে। লিফলেটে যেসব কথা আছে, তা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে হুমকিতে ফেলার কথা। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করেছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের পক্ষে একজন শিক্ষা ক্যাডার (মুকিব খান) লিফলেট বিতরণ করেছেন। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, আমরা বেশ কিছু গ্রেপ্তার করেছি। আমরা শুনেছিলাম তারা ঢাকায় ৭০টি জায়গায় লিফলেট বিতরণ করবে। কিন্তু আমরা জেনেছি তিনটা জায়গায় তারা তা করতে চেষ্টা করেছিল, সেখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় সারাদেশে যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টার প্রেস সচিব।
আবা/এসআর/২৫