রাজধানীর উত্তরায় পুলিশের হাতে তিন ছাত্র আটকের প্রতিবাদে উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলা ও পুলিশকে মারধরের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় ওই থানায় এ হামলা করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে, যার সময় উত্তরা পশ্চিম থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহাদেব আক্রান্ত হন।
পুলিশের তথ্যমতে, বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে বৈষম্যবিরোধী ছাত্ররা উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের জন্য একটি সভার আয়োজন করে। সভার মাঝেই তিন ছাত্র—আকাশ, রবিন ও বাপ্পিকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
শিক্ষার্থীরা জানায়, তাদের সহপাঠী আকাশ, রবিন ও বাপ্পিকে পুলিশ উত্তরা পূর্ব থানা নিয়ে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারেন, তিন ছাত্রকে আটক করে উত্তরা পশ্চিম থানায় পাঠানো হয়েছে। এই খবর শোনার পর উত্তেজিত শিক্ষার্থীরা উত্তরা পশ্চিম থানায় হামলা চালিয়ে থানার গেটে ইটপাটকেল নিক্ষেপ করে।
উত্তরা পশ্চিম থানা পুলিশ এবং গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানানো হয়, ছাত্ররা থানায় হামলা চালিয়ে তাদের সহপাঠীদের মুক্তির দাবিতে প্রতিবাদ জানায়। থানায় হামলা হওয়ার পর, উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহম্মেদ আলী, উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আবা/এসআর/২৫