ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মধ্যরাতে হাসানাত-আমুর বাড়ি ভাঙচুর

মধ্যরাতে হাসানাত-আমুর বাড়ি ভাঙচুর

বরিশালে জেলা আওয়ামী লীগেরও সভাপতি এবং সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নগরের কালীবাড়ি রোডে হাসানাতের বাড়ি ‘সেরনিয়াবাত ভবন’ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন শিক্ষার্থীরা। হাসানাতের ছেলে সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র। তিনি এই বাড়িতেই থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে কালীবাড়ি রোডের সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর নগরীর জীবনানন্দ দাশ সড়কে অবস্থিত আমির হোসেন আমুর বাসভবনের সামনে আসেন ছাত্র-জনতা। এরপর তারা ভবনটি ভাঙা শুরু করেন।

শিক্ষার্থী রাকিব বলেন, ফ্যাসিবাদী যতগুলো আস্তানা আছে, আমরা তা গুঁড়িয়ে দিতে চাই। জনগণের টাকা দিয়ে ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা এসব প্রাসাদ তৈরি করেছে।

স্থানীয় জনতা তাসকিন আহমেদ বলেন, ভারতে পালিয়ে গিয়েও ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছে। আমরা ওর হুমকির জবাব দিতে চাই। আমরা জানাতে চাই, আর কোনোদিন আওয়ামী লীগের স্থান বাংলায় হবে না। আওয়ামী লীগের ইতিহাস মুছে ফেলা হবে।

এর আগে সন্ধ‍্যায় রাজধানী ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাসভবনে ভাঙচুর শুরু হওয়ার পর রাত ১১টা নাগাদ বরিশালে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর বাড়ির সামেন গিয়ে অবস্থান নেয় সেনা সদস‍্যদের একটি দল। রাত পৌনে ১২টা দিকে কয়েকশ শিক্ষার্থী সেখানে গিয়ে সেনা ব‍্যারিকেড উপেক্ষা করে বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন।

আবা/এসআর/২৫

হাসানাত-আমু,ভাঙচুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত