ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ফুলবাড়ীতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

ফুলবাড়ীতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুরের ফুলবাড়ীতে বোরো ধান (উফসী) সমলয় ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নে পুটকিয়া গ্রামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।

উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, প্রযুক্তি উন্নতির ফলে নতুন নতুন যন্ত্রের আবিষ্কার হচ্ছে এবং এর সুফল আমরা ভোগ করতে পারছি। প্রযুক্তি উন্নতির ফলে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের আবিষ্কারে স্বল্প সময়ে ও স্বল্প ব্যয়ে অধিক চারা রোপণ করা যাচ্ছে।

এতে কৃষক, গণমাধ্যমকর্মীসহ সুধিজনরা উপস্থিত ছিলেন।

রাইস ট্রান্সপ্লান্টার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত