বাংলাদেশের আকাশে আজ শনিবার সন্ধ্যায় দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। ভোরে সেহরি খাওয়ার মাধ্যমে আগামীকাল রোববার থেকে শুরু হবে প্রথম রোজা। এদিন দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে বলে আবহাওয়ার পূূর্বাভাসে জানানো হয়েছে।
শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৬টায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এ সময়ে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিষয়ক সংস্থা অ্যাকুওয়েদার তাদের পূর্বাভাসে বলেছে, আবহাওয়া থাকবে সুন্দর। সঙ্গে থাকবে প্রচুর রোদ। আর দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে সাধারণ মানুষ তাপমাত্রা ৩৪ ডিগ্রি অনুভব করবেন। কাল রাজধানী ঢাকায় কোনো ধরনের ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনাও খুব কম।
আবা/এসআর/২৫