ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

আশুলিয়ায় ডাকাতের অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী নিহত

আশুলিয়ায় ডাকাতের অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী নিহত

আশুলিয়ার নয়ারহাট এলাকায় ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে দিলীপ নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (৯ মার্চ) রাতে আশুলিয়ায় নয়ারহাট এলাকায় দিলীপ স্বর্ণালয়ে এ ঘটনা ঘটে।

নিহত দিলীপ আশুলিয়ার গোপীনাথপুর এলাকার মৃত দুলাল দাসের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে দোকান বন্ধ করার সময় চারজনের ডাকাতদল দোকানে হানা দেয়। এসময় স্বর্ণ ব্যবসায়ী দিলীপকে কুপিয়ে তার হাতে থাকা স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নিয়ে প্রাইভেটকারে পালিয়ে যায়। যাওয়ার পথে আতঙ্ক সৃষ্টি করতে একটি ককটেল বিস্ফোরণও ঘটায় ডাকাতদল। পরে স্থানীয়রা দিলীপকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, ককটেল ফাটিয়ে ও দোকান মালিককে কুপিয়ে একটি ব্যাগ নিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে কী পরিমাণ স্বর্ণ বা টাকা লুট হয়েছে জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো যাবে।

আবা/এসআর/২৫

আশুলিয়া,ডাকাতি,স্বর্ণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত