ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে : উপদেষ্টা মাহফুজ

দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে : উপদেষ্টা মাহফুজ

দেশ এখন একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই মন্তব্য করেন।

মাহফুজ আলম তার পোস্টে উল্লেখ করেন, গতকাল (৯ মার্চ) প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। সভায় নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও নিপীড়ন বন্ধে, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিষয়টি আলোচনা হয়।

তিনি আরও জানান, সরকার ইতোমধ্যেই কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে। বিভিন্ন স্থানে অপরাধীদের গ্রেফতার চলমান রয়েছে এবং বিচারের কাজ দ্রুত ও সুষ্ঠু করার জন্য সরকার তৎপর রয়েছে। এছাড়াও, সরকার ছাত্র-যুবকদের জন্য লক্ষাধিক চাকরির ব্যবস্থা এবং তরুণদের জন্য জাতীয় কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করেছে।

মাহফুজ আলম বলেন, সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে এবং এ বিষয়ে ইতোমধ্যে সমন্বিত তৎপরতা শুরু হয়েছে। তিনি দাবি করেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার, সরকারি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে সফল হয়েছে। তবে, সামরিক-বেসামরিক আমলাতন্ত্র, ব্যবসায়ী মহল এবং মিডিয়ার মধ্যে বিরোধ, পাশাপাশি গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তির একত্রিত হওয়ার প্রক্রিয়া সরকারকে চ্যালেঞ্জের মধ্যে ফেলছে।

তথ্য উপদেষ্টা বলেন, সরকার এখন একটি শক্তিশালী দেশি-বিদেশি জোটের বিরুদ্ধে যুদ্ধ করছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, স্বার্থান্বেষী মহল জনগণের ঐক্যকে নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। তবে, তিনি মনে করেন সেনাবাহিনী, রাজনৈতিক দল ও গণ-অভ্যুত্থানকারীদের মুখোমুখি না করাই সরকারের জন্য ভালো হবে।

আবা/এসআর/২৫

যুদ্ধ পরিস্থিতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত