ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

পুরানা পল্টনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

পুরানা পল্টনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে আগুন লাঘার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করছে।

শনিবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে সাব্বির টাওয়ার নামের ভবনটির টপ ফ্লোরে অগ্নিকাণ্ডটি ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৮টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট রাত ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

জানা গেছে, ১১ তলা ওই ভবনটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ফেসবুক লাইভে ভবনটির উপরের দিকে আগুন জ্বলতে দেখা গেছে।

আবা/এসআর/২৫

পুরানা পল্টন,আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত