ঢাকা শনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রোডম্যাপ না পেয়ে হতাশ বিএনপি: মোশাররফ

রোডম্যাপ না পেয়ে হতাশ বিএনপি: মোশাররফ

নিরপেক্ষ নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার পর দেওয়া সরকারের বিবৃতিতে নির্বাচন নিয়ে কোনো পরিষ্কার রূপরেখা পাওয়া যায়নি।

গত ২৪ মে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। মোশাররফ বলেন, তারা নির্বাচনকালীন সরকারের অধীনে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সময়সূচি আশা করেছিলেন, যা পূরণ হয়নি।

তিনি জানান, সরকার নিরপেক্ষতা দেখাতে ব্যর্থ এবং বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবি পুনরায় তুলে ধরেন। ঢাকা দক্ষিণে বিএনপি মনোনীত মেয়র ইশরাক হোসেনের শপথ নিয়ে গড়িমসিরও সমালোচনা করেন তিনি।

বিএনপি নির্বাচন বিলম্বের আশঙ্কা করছে এবং সরকারকে দ্রুত রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে। না হলে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে বলে হুঁশিয়ারি দেন মোশাররফ।

রোডম্যাপ,বিএনপি,খন্দকার মোশাররফ,নিরপেক্ষ নির্বাচন,সংবাদ সম্মেলন,প্রধান উপদেষ্টা,ডিসেম্বর ২০২৫
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত