ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনায়

সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনায়

মায়ের অসুস্থতার কারণে কেন্দ্রে পৌঁছাতে দেরি হওয়ায় পরীক্ষা দিতে পারেননি ঢাকা শিক্ষা বোর্ডের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী। পরে পরীক্ষাকেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় সারাদেশে একযোগে শুরু হয় এইচএসসি ও সমমান পরীক্ষা। রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজে পরীক্ষাকেন্দ্র ছিল ওই শিক্ষার্থীর। মায়ের মেজর স্ট্রোকের কারণে কেন্দ্রে পৌঁছাতে তার দেড় ঘণ্টা দেরি হয়। শেষে পরীক্ষা দেওয়ার আর সুযোগ মেলেনি তার। পরীক্ষাকেন্দ্রের গেটের বাইরে দীর্ঘসময় অপেক্ষায় থেকে অশ্রুসিক্ত চোখে ফিরে যান ওই পরীক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পেরে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকার ভিডিওটি ভাইরাল হয়। তবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও অন্য দায়িত্বরতরা জানান, নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই। এ নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে উর্ধতন কর্তৃপক্ষের নজরে আসে। ওই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন আছে বলেও জানা গেছে।

শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, “মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।”

ওই পরীক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তার বাবা নেই। সকালে তার মা মেজর স্ট্রোক করেন। পরিবারে অন্য কেউ না থাকায় মেয়েটি তার মাকে নিয়ে হাসপাতালে ছুটে যান। পরে হাসপাতাল থেকেই পরীক্ষাকেন্দ্রে যান তিনি। এতেই দেরি হয়ে যায়।

এইচএসসি,পরীক্ষার্থী,পরীক্ষা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত