কুড়িগ্রামের কচাকাটা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ ইন করার চেষ্টা রাতভর উত্তেজনার সৃষ্টি করে। শুক্রবার (৩০ মে) রাতে জেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের শোভারকুটি ও শিপেরহাট সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। পুশ ইন ঠেকাতে বিজিবি, আনসার-ভিডিপি সদস্যরা কঠোর অবস্থানে গেলে স্থানীয় হাজারো মানুষ মানব দেয়াল তৈরি করে রাতভর সীমান্ত পাহারা দেয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টার দিকে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার গোলকগঞ্জ থানার বিএসএফ সদস্যরা দুটি পিকআপে ৫০-৬০ জন নাগরিককে নিয়ে এসে বাংলাদেশ সীমান্তসংলগ্ন ফাইসকারকুটি গ্রামের একটি স্কুলে জড়ো করে। উদ্দেশ্য ছিল তাদের বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়া। এ সময় সীমান্ত গ্রামে সব লাইট বন্ধ করে বিএসএফ পুশ ইন কার্যক্রম শুরু করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সীমান্ত এলাকার মানুষ দলবেঁধে অবস্থান নেয় এবং বিজিবির কচাকাটা ও কেদার ক্যাম্প থেকে পাঠানো টহলদল ও আনসার-ভিডিপির কয়েকটি ইউনিট সীমান্ত পাহারায় যোগ দেয়। রাত ২টার দিকে বিএসএফ শূন্যরেখায় এসে কয়েক দফা বিজিবির সঙ্গে কথা বলার চেষ্টা করলেও বিজিবি তা প্রত্যাখ্যান করে। পরে রাত ৩টার দিকে বিএসএফ পিছু হটে।
বিজিবি কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক জানান, সীমান্তে যেকোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। জনতার সহায়তায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।