তাপপ্রবাহ ও তীব্র গরমের পর আগামীকাল সোমবার (১৬ জুন) থেকে দেশের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামী সপ্তাহের শনিবার পর্যন্ত এই বর্ষণ চলতে পারে এবং এর ফলে তাপমাত্রা কমে আসতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসের গতিবেগ কম, জলীয় বাষ্পের পরিমাণ বেশি ও মৌসুমি লঘুচাপে চরমভাবাপন্ন পরিস্থিতি বিরাজ করছে।
শুক্রবার থেকে কমতে শুরু করেছে রোদের তীব্রতা। শনিবার রাজধানীসহ বেশকিছু এলাকায় বৃষ্টিও হলেও কমেনি গরম।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কামাল মল্লিক বলেন, কাল থেকেই এই বৃষ্টিপাতের তীব্রতা একটু একটু করে বাড়তে থাকবে। ১৬ জুন থেকে ২২ জুন পর্যন্ত সারা দেশে থেমে থেমে বৃষ্টি হবে।
এর ফলে বিদ্যমান যে চরম তাপমাত্রা বা মৃদু তাপপ্রবাহ তা কিছুটা প্রশমিত হবে এবং কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানান তিনি।