ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে রাজধানীর নতুনবাজার এলাকায় শনিবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। দাবি আদায় না হলে রোববার (২২ জুন) ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত শিক্ষার্থীরা রাস্তা ছাড়েননি, ফলে ওই এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ দেখা দেয়।
বেলা ১১টার দিকে ভাটারা থানা পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। শিক্ষার্থীদের দাবি, এ সময় পুলিশের হামলায় কয়েকজন আহত হন। পুলিশি অ্যাকশনের পর আন্দোলনকারীরা কিছু সময় ছত্রভঙ্গ হলেও আবারও সংগঠিত হয়ে রাস্তা অবরোধে ফিরে আসেন এবং ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।
শিক্ষার্থীরা জানান, শনিবারের মধ্যে দাবি না মানলে রোববার থেকে রাজধানীজুড়ে ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচি চালানো হবে। সেইসঙ্গে পুলিশি হামলায় জড়িত কর্মকর্তাদের বিচার দাবি করেন তারা।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে:
(১) অন্যায়ভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের নিঃশর্ত প্রত্যাহার ও ক্ষতিপূরণ।
(২) বহিষ্কারের ঘটনায় জড়িত শিক্ষক-কর্মকর্তাদের বিচার।
(৩) ইউআইইউতে চলমান অনিয়ম বন্ধে সংস্কার বাস্তবায়ন।
(৪) বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য স্বাধীন সংস্কার কমিশন গঠন।
(৫) বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১৫ শতাংশ কর বাতিল।জানা যায়, ২৬ ও ২৭ এপ্রিল শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে ইউআইইউর উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও ২০ মে থেকে অনলাইন ক্লাস চালু করা হয়। তবে শিক্ষার্থীদের একটি অংশ সরাসরি ক্লাস ও প্রশাসনিক স্বচ্ছতার দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, ২ জুন ইউআইইউ কর্তৃপক্ষ ৪১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়, যার মধ্যে ২৪ জনকে স্থায়ীভাবে, ১৬ জনকে সাময়িক বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়।