ঢাকা বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

করোনায় একদিনে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯

করোনায় একদিনে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪০৬টি নমুনা পরীক্ষায় ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (২৩ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অধিদপ্তর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আক্রান্ত ১৯ জনসহ দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জনে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৮ জনে।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনা শনাক্তের মোট হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় এই হার ছিল ৮ দশমিক ৬৮ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ এবং প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই বছরের ১৮ মার্চ। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুইদিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেছিলেন।

করোনা,মৃত্যু,শনাক্ত ১৯,নমুনা পরীক্ষা,স্বাস্থ্য অধিদপ্তর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত