ঢাকা সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা

৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট গঠিত হয় নতুন সরকার। তাই এই দিনটিকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছে।

এছাড়া গণঅভ্যুত্থানের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫ জুন) এ দুটি দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করেছে অন্তর্বর্তী সরকার।

প্রতি বছর যথাযথভাবে এই দুটি দিবস প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে।

দিবস দুটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে।

এদিকে, ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী (মাঝে বিরতি দিয়ে) অনুষ্ঠান করবে সরকার।

আবা/এসআর/২৫

বাংলাদেশ,দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত