ঢাকা শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫

সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৫ জন। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মৃতদের একজন ১৪ বছরের কিশোর ও অন্যজন ৪৮ বছরের নারী। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই দুইজনের মৃত্যু হয়। একই সময়ে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বরিশালের বিভিন্ন হাসপাতালে, সংখ্যা ৭৪ জন। ঢাকায় ভর্তি হয়েছেন ৬০ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৩০ জন, রাজশাহীতে ১৮ জন, চট্টগ্রামে ৮ জন, সিলেটে ৩ জন এবং ময়মনসিংহে ২ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৫ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৮ জনের, যাদের মধ্যে ২০ জন পুরুষ ও ১৮ জন নারী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত ও মৃত্যুর হারের দিক থেকে বরিশাল অঞ্চল এখনো শীর্ষে রয়েছে।

ডেঙ্গু,মৃত্যু,হাসপাতাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত