ঢাকা শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

আ. লীগ আমলের ৯৭৭ প্রতিষ্ঠান-অবকাঠামোর নাম পরিবর্তন

আ. লীগ আমলের ৯৭৭ প্রতিষ্ঠান-অবকাঠামোর নাম পরিবর্তন

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং দলীয় রাজনীতিকদের নামে। সর্বমোট এমন ৯৭৭টি অবকাঠামো ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বৃহস্পতিবার (২৬ জুন) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে এবং বাকি অংশের নাম পরিবর্তনের প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবর্তনের তালিকায় রয়েছে সেনানিবাস, বিমান ঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগা সেতু, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, গবেষণা কেন্দ্রসহ আরও বহু অবকাঠামো।

প্রসঙ্গত, এসব নামকরণ হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং মানসিক স্বাস্থ্য ও অটিজম কর্মসূচির সঙ্গে জড়িত সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের সদস্যদের নাম অনুসারে।

সরকার বলছে, নাম পরিবর্তনের এই উদ্যোগ রাজনৈতিক নিরপেক্ষতা এবং রাষ্ট্রীয় অবকাঠামোগুলোর সংবিধানসম্মত পরিচিতি নিশ্চিত করার অংশ।

আ. লীগ,আমল,প্রতিষ্ঠান,অবকাঠামো,নাম পরিবর্তন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত