ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বিগত ৩ নির্বাচনে অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন

বিগত ৩ নির্বাচনে অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন

বিগত আওয়ামী লীগ আমলে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনের ভূমিকা খতিয়ে দেখা এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে সভাপতি করে পাঁচ সদস্যের এ কমিটিতে রয়েছেন সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক (সুপণ), জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশে-বিদেশে এ তিনটি জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনা, অনিয়ম, দুর্নীতি এবং ভোটাধিকার খর্ব করার অভিযোগ রয়েছে। এছাড়া নির্বাচন কমিশন, প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভূমিকা এবং সম্ভাব্য আর্থিক অনিয়মও তদন্ত করা হবে।

কমিটিকে বলা হয়েছে নির্বাচনে অনিয়মের দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন, বিধি-বিধান, কমিশন ও প্রশাসনে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ প্রস্তুত করতে। কমিটি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সরকারকে প্রতিবেদন দেবে এবং প্রয়োজনমতো যেকোনো দপ্তর থেকে নথি তলব ও ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার ক্ষমতা রাখবে।

আবা/এসআর/২৫

নির্বাচন,তদন্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত