ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপির নির্বাচনি কৌশল চূড়ান্ত

বিএনপির নির্বাচনি কৌশল চূড়ান্ত

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের নির্বাচনি কৌশল চূড়ান্ত করেছে। আওয়ামী লীগ মাঠে না থাকলেও নির্বাচনকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে দলটি। নির্বাচনে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনপূর্ব ৯০ দিনের একটি কর্মপরিকল্পনা তৈরি করছেন। এই সময়ের মধ্যে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতা-কর্মীদের জন্য ধারাবাহিক নির্বাচনি কর্মসূচি বাস্তবায়ন করা হবে। মনোনয়নপ্রত্যাশীদের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। প্রার্থীদের রাজনৈতিক কর্মদক্ষতা, আন্দোলনে অংশগ্রহণ, মামলা-জেল, চারিত্রিক রেকর্ড, উপার্জন ও সম্পদের হিসাবসহ বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে মনোনয়ন দেওয়া হবে। নির্বাচনের আগে থেকেই প্রস্তুত রাখা হবে শক্তিশালী পোলিং এজেন্ট টিম। কেন্দ্রভিত্তিক তিন স্তরের তালিকা তৈরি করে জরুরি অবস্থায় বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণায় দলীয় প্রতিনিধি ও নেতা-কর্মীদের উপস্থিতি এবং নিরীক্ষা নিশ্চিত করতে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া ডিজিটাল মাধ্যমে অপপ্রচার রোধে গঠন করা হবে দক্ষ টিম, যারা সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের জবাব দেবে তথ্যভিত্তিকভাবে। ৩১ দফা দাবির বাইরেও অঞ্চলভিত্তিক জনসম্পৃক্ত ইস্যুতে প্রচার চালানো হবে। দলীয় আচরণবিধিতে জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও প্রতিপক্ষের প্রতি সম্মানজনক মনোভাব বজায় রাখার নির্দেশনা থাকবে। নির্বাচনে বিএনপি ও তাদের শরিকদের যারা ধানের শীষ প্রতীক ব্যবহার করবেন, তাদের জন্যও এই একই নির্দেশনা প্রযোজ্য হবে। শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নির্বাচনে অংশ নেওয়ার নীতিতে অটল রয়েছে বিএনপি।

বিএনপি,নির্বাচনি,কৌশল,চূড়ান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত