আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে ৮ আগস্ট উপলক্ষে কোনো বিশেষ কর্মসূচি বা উদযাপন থাকছে না।
রোববার (২৮ জুন) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভেরিফায়েড পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, 'উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।'
উল্লেখ্য, গত বছর জুলাই ও আগস্ট মাসে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাগুলোর স্মরণে এই দিনগুলোকে জাতীয় পর্যায়ে উদযাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।