সহপাঠীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে ধানমন্ডির আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রোববার (২৯ জুন) দুপুরে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। সড়ক অবরোধের ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশের তথ্যমতে, মাসখানেক আগে বাংলামোটরে ট্রাকচাপায় নিহত হন আইডিয়াল কলেজের শিক্ষার্থী আরশাদ। ঘটনার পর চালককে গ্রেফতার করা হলেও তিনি জামিনে মুক্তি পান। এতে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা ট্রাকচালকের জামিন বাতিল এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়কে নামেন। দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা অবরোধ শুরু করলে ধানমন্ডি থানা পুলিশ উপস্থিত হয়ে তাদের শান্ত করে রাস্তা থেকে সরিয়ে দেয়। থানার পেট্রোল ইন্সপেক্টর মোশারফ হোসেন জানান, দুপুর সোয়া ২টার দিকে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।