জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। রোববার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ মূল্য ঘোষণা করে। এতে ডিজেলের দাম প্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা এবং অকটেন ১২২ টাকা নির্ধারিত থাকে, যা জুন মাসের দামেই অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে, জুন মাসে ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম সামান্য হ্রাস পেলেও কেরোসিনের দাম ১০ টাকা বাড়ানো হয়েছিল। তবে জুলাইয়েও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।