লাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ অভিযোগপত্র জমা দেন প্রসিকিউশন পক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
তিনি জানান, রংপুরে সংঘটিত এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দীর্ঘ তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে মামলা উপস্থাপন করা হয়েছে। অভিযোগপত্রে হত্যার নেপথ্য পরিকল্পনা, বাস্তবায়ন এবং তাতে কারা জড়িত ছিলেন, তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ এই মামলাটি বিচারিক প্রক্রিয়ায় অগ্রসর হলে দেশের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের আইনি নিষ্পত্তি সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মামলার পরবর্তী শুনানির তারিখ শিগগিরই নির্ধারণ করা হবে। বিস্তারিত আসছে...