ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

২৪ ঘণ্টায় রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

২৪ ঘণ্টায় রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৮ জনকে এবং খিলগাঁও থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

বুধবার (৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে—নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বেপারী (৬২), ওয়ারী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা (৪২), ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ খান (৫৪), তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান পলাশ (৪৯), রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মোক্তার হোসেন সোহান (৩৩), ঝালকাঠির নলছিটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. আলম হাওলাদার (৫০), চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন মিঠু (৪৮), খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উদয়ন শার্নাল মাধব এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. রিপন (৩৮)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আওয়ামী লীগ,গ্রেপ্তার,ডিএমপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত