ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জন্মাষ্টমীর অনুষ্ঠানসমূহে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে: ডিএমপি কমিশনার

জন্মাষ্টমীর অনুষ্ঠানসমূহে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে: ডিএমপি কমিশনার

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর অনুষ্ঠানসমূহে সশস্ত্র বাহিনী, সিটি করপোরেশন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদান করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার (১২ আগস্ট) ডিএমপি হেডকোয়ার্টার্সে জন্মাষ্টমীর শোভাযাত্রার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, জন্মাষ্টমীর শোভাযাত্রা ও অন্যান্য আয়োজন যাতে সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য প্রতি বছরের ন্যায় এবারও ডিএমপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।

সভায় উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা, সনাতন ধর্মাবলম্বী নেতারা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিগণ এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

উল্লেখ্য, আগামী ১৬ আগস্ট সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব জন্মাষ্টমী ঢাকা মহানগরীতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হবে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এদিন রাজধানীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে, যাতে অংশ নেবেন বিভিন্ন বয়সী হাজারো ভক্ত ও অনুরাগী।

জন্মাষ্টমী,নিরাপত্তা,ডিএমপি কমিশনার,শেখ মো. সাজ্জাত আলী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত