ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চান না ৮৯% মানুষ: সুজন জরিপ

দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চান না ৮৯% মানুষ: সুজন জরিপ

সুশাসনের জন্য নাগরিক (সুজন) কর্তৃক পরিচালিত জরিপে দেখা গেছে, দেশের ৮৯ শতাংশ মানুষ এক ব্যক্তিকে জীবনে সর্বোচ্চ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে দেওয়া উচিত নয়।

মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জরিপের ফলাফল প্রকাশ করেন সুজনের জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন।

চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত ৪০টি প্রশ্নে ১ হাজার ৩৭৩ জন নাগরিকের মতামত নেওয়া হয় এবং ১৫টি নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।

জরিপে আরও দেখা গেছে, ৬৯ শতাংশ মানুষ দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা পদ্ধতির পক্ষে মত দিয়েছেন। একজন ব্যক্তি যেন একই সময়ে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা না হতে পারেন, সেটির পক্ষে মত দিয়েছেন ৮৭ শতাংশ।

নারী প্রতিনিধিত্ব নিয়ে, ৬৩ শতাংশ উত্তরদাতা নিম্নকক্ষে ঘূর্ণায়মান পদ্ধতিতে সংরক্ষিত নারী আসনের পক্ষে এবং ৬৯ শতাংশ উচ্চকক্ষে নারীদের জন্য ৩০টি আসন সংরক্ষণের সমর্থন জানিয়েছেন।

বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করতে, ৮৬ শতাংশ মানুষ নিম্নকক্ষে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে মত দিয়েছেন, আর ৮২ শতাংশ উচ্চকক্ষে এ পদের জন্য বিরোধী দলের মনোনয়নের পক্ষে।

নির্বাচনকালীন সময়ে নির্বাহী বিভাগের এমন কোনো কার্যক্রম, যা ভোটকে প্রভাবিত করতে পারে, তা পরিচালনায় নির্বাচন কমিশনের অনুমতি বাধ্যতামূলক করার পক্ষে মত দিয়েছেন ৮৭ শতাংশ।

৮৬ শতাংশ উত্তরদাতা নির্বাচন শেষে ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের সুষ্ঠুতা ও গ্রহণযোগ্যতা সম্পর্কে সার্টিফিকেট প্রকাশের পক্ষে মত দিয়েছেন।

এছাড়া, ৮৮ শতাংশ মনে করেন, নির্বাচনী ব্যয়ের হিসাব গোপন করা বা মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিল করা উচিত। সর্বোচ্চ ৯২ শতাংশ মনে করেন, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের রাজনৈতিক দলের সদস্য হওয়া উচিত নয়।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘জরিপের তথ্য প্রমাণ করে জনগণ সংস্কারের পক্ষে রয়েছে। তারা চাইছেন বিদ্যমান পদ্ধতি, প্রক্রিয়া ও প্রতিষ্ঠান পরিবর্তন করতে হবে। এসব পরিবর্তন না হলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা কঠিন।’

সুজন জরিপ,৮৯% মানুষ,প্রধানমন্ত্রী,দুই মেয়াদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত