ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয়করণ দাবি

শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে শিক্ষকদের প্রতিনিধি দল

শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে শিক্ষকদের প্রতিনিধি দল

এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট ওর্ডার) শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেননি শিক্ষকরা। শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে গেছেন শিক্ষকদের প্রতিনিধি দল।

বুধবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে ১০ শিক্ষক নেতা সচিবালয়ে যান।

শিক্ষকদের প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’র আহ্বায়ক অধ্যক্ষ মঈন উদ্দীন ও সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

এরআগে, জাতীয়করণসহ বেশ কিছু দাবিতে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন হাজারো শিক্ষক ও কর্মচারী। সকাল সাড়ে ১০টার দিকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর ব্যানারে সমাবেশ শুরু হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী- দুপুর ২টা পর্যন্ত সমাবেশ করে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি করার কথা ছিলো শিক্ষকদের।

জাতীয়করণ দাবি,শিক্ষক,প্রতিনিধি দল,শিক্ষা উপদেষ্টা,সচিবালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত